সুদূর অতীত থেকে মানুষের স্বাধীন পথচলা
হয়ে আসছে বিঘ্নিত অবিরাম
নরকের পুঞ্জিভুত আঁধার ক্রমশঃ করে গ্রাস
-সাধের মানব সভ্যতা,
দাসত্বের তৃষ্ণার্ত শেকলে আষ্টেপৃষ্ঠে জড়ানো মানুষ
একসময় ওঠে হাঁপিয়ে
তাই দ্বিধান্বিত হতে থাকে
মানুষের এই বেঁচে থাকা।
পরাধীনতার কবল থেকে বাঁচতে
সকল যন্ত্রণার অবসান ঘটাতে তাই
মানুষ কেবলই খোঁজে
-তার মুক্তির পথ।
অবশেষে -
মহাশূন্য থেকে নেমে আসে
জলন্ত অগ্নিপিণ্ড একজন
নক্ষত্রগুলির আলোয় আলোকিত হতে থাকা
মানুষ ঝাঁপিয়ে পড়ে ছিন্ন করতে
- পাপের বন্ধন সব,
আর্জেন্টিনা থেকে কিউবা কিংবা বলিভিয়া সবতেই
তার অবাধ বিচরণ
তার আলোয় উদ্ভাসিত দল মত নির্বিশেষে সবাই
পৃথিবীর মানচিত্র যেন জাদুঘরে নেবে ঠাঁই ।
তবুও হঠাৎ আসে মরণ !
তবে এ মরণ ক্ষণিকের,
এ মরণ অমরত্বের ।
সমগ্র পৃথিবীজুড়ে তাই
একটি নাম আজো করে স্মরণ সবাই
সে নাম তোমার – চে …