ভেবেছিলাম হরেক রঙে রাঙাবো তোমায়
লাল-নীল-সবুজ-হলুদে মাখামাখি,
কিন্তু তোমার সাদা কালো ছবি দেখে
সত্যি বলছি - বেশ ভালই লাগল;
আজ-ই প্রথম কিনা
কখনো এমন দেখিনি আগে
তাই।

যদিও রঙের খেলায় মাতোয়ারা বিশ্ব -
তোমার কেন এই বেশ?
একটাই তো দিন
হরেক রঙে সাজিয়ে,
আয়নায় দেখি নিজেকে-
দেখ, আমি কতো সুখী!

তবু তোমার নির্লিপ্ত ভঙ্গি
এই রঙই এখন মানানসই!
দেখো না?
শুধু লাল নয়, কালো রঙেও রাঙানো ভূবন
লাল যেমন রক্ত-লাল, কালোও কত গভীর কালো!
মানুষ-পোড়া কয়লার রঙটা বুঝি এমনি হয়!

তোমায় রঙে রাঙানোর আশা তাই বাদ দিয়েছি
সাদা-কালোই সই!