অনেক দিন পেরিয়ে গেল
এক বছর এক যুগ এক শতাব্দী কিংবা
এক আলোকবর্ষ?
জানি না আমি।
আমার কাছে প্রতিটি সেকেন্ডই এখন অনন্তকাল
প্রত্যেক শ্বাস-প্রশ্বাসের মাঝের দূরত্ব হাজার বছর।
রৌদ্রোজ্জ্বল দিন অথবা বর্ষণ মুখর সন্ধ্যা,
অমাবস্যার রাতের নিকষ কালো আঁধার
ভরা পূর্ণিমায় জ্যোৎস্নালোকিত নিশি
আমার কাছে
সবই সমান-
যন্ত্রণাদায়ক আর কষ্ট ময়!
“চুপ করো ।”
- বলতে না সবসময়?
দেখ!
একদিন দুদিন নয়,
নিযুত বছর ধরেই মৌনব্রত পালন করছি;
এখন খুশি তো!
আমার স্বপ্নডানার বিস্তৃতি কখনোই এতটা
হয়নি যে - আকাশ পেরিয়ে যাব,
তোমার কল্পনার রঙেই তাই সাজিয়েছি
ভূবন, সন্তর্পণে হৃদয়ের সমস্ত
অর্ঘ্য করেছি অর্পণ-
চরণে তোমার।
তাইতো এখনো শুনি, ঘুমের ঘোরে আধো
স্বপ্ন আর আধো কল্পনায়,
তোমার মধুকন্ঠের অমিয়বাণী-
“বোঝ না কেন?
আমার সমস্যা হয়।”
...