এবার নিশ্চিত কিছু একটা করব!
আকাশের সমস্ত মেঘ এখানে
এনে বৃষ্টি নামাবো‚
আর সেই বৃষ্টি হবে সহস্রাব্দের শ্রেষ্ঠ বৃষ্টি!
ভাসিয়ে নিয়ে যাবে
সব কিছু - আমার বাড়ি‚ তোমাদের পাড়া মহল্লা‚
লোকালয়। বাদ পড়বে না কিছুই;
ভেসে যাব আমি‚
ভেসে যাবে তুমি‚
ভেসে যাবে সমস্ত চরাচর!
এবার নিশ্চিত কিছু করব!
দেশের সমস্তু ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায়
এই খবর রটিয়ে দেব যে ‚ কাল হরতাল;
না না কার্ফ্যু ,
কেউ বেরুবেনা রাস্তায়‚
সবাই ঘরেই থাকবে বন্দী!
রাজপথে থাকবো শুধু আমরা দুজনে;
তুমি আর আমি‚
একদম একা!
এবার নিশ্চিত একটা কিছু করব...