শেষ পর্যন্ত নিশ্চুপ তুমি!
আকাশ যখন রৌদ্রোজ্জ্বল
পুলকিত চারিদিক, তখন দেখি তোমার
হাসিমাখা মুখ, চক্ষু দুটিও চমকিত
রাতের তারার মতো
করে ঝিকমিক।
আবার সেই আকাশ যখন আঁধারে ঢাকা
মেঘের গর্জনে কম্পমান ধরণী-
শকুনের টহলে ভীত জনপদ;
তখনো নীরবে দাঁড়িয়ে তুমি!
অবাক বিস্ময়ে চেয়ে থাকি-
রঙ্গমঞ্চের অভিনয় দেখি,
তবু নিত্য তোমারেই স্মরি
অক্লেশে সকল যন্ত্রণা ভুলি!