কিছু কথা অব্যক্তই রয়ে যায়
শেষ দিন পর্যন্ত,
বলি বলি করেও হয় না বলা
হায়!
বসন্তের সব রঙ যায় ফুরিয়ে
যদিও মহাকাশের সমস্ত নক্ষত্রেরা
আলো বিলিয়ে যায়
অনায়াস কল্পনায়!
পর্বতেরও কান্নার সাধ জাগে
ঝর্ণাধারার পূর্ণতায়
বাজে সুর সুমধুর
আল্পনায়!
তোমার ভাষা তোমার সুর
তোমার ইশারা পারিনি বুঝতে
- আজো;
এখনো পারিনা,
ফাগুনের রঙ মাখতে গায়
অবেলায়।
...