একদিন অর্থ আমাদের কেড়ে নেবে সব ।
আমাদের নদীজল, সমুদ্র কিংবা সমুদ্র স্রোত
পাহাড় আর বুনো প্রকৃতি
ঝর্ণার বয়ে চলা অবিরল জলের ধারা ,
আজন্ম লালিত স্বপ্ন আর নক্ষত্র মন্ডলের আলো
সব কিছুই হবে বিক্রি কেজি দরে।
মায়া মমতা ভালোবাসার থাকবে না কোন দাম
চিম্বুক পাহাড় সে তো কোন ছার,
যতই দেখি মনোহর দৃশ্য
সহজ সরল মানুষ অবিরাম
সাজেক নীলগিরির মতোই সবগুলোর একই পরিণাম।
সেদিন আমাদের কাছে থাকবে শুধু টাকার পাহাড় ।
বড় বড় ভবন আর পাঁচতারা হোটেল
মানুষ থাকবে না কোন
মুখোশ পরা হিংস্র ব্যবসায়ী থাকবে শুধু;
টাকার জন্যে মা কেও অনায়াসে
করবে বিক্রি যারা ,
এ পৃথিবী একদিন শুধু তাদের হবে।