মানব পল্লীগুলো ক্রমেই শূন্য হয়ে আসে
বিবর্ণ রাত্রি বসে গোনে দিন
কবে হবে শেষ আঁধারের ক্ষণ
আসবে না কি ফিরে সেই মিঠে আলাপন ?
নিশুতি রাতের
- স্নিগ্ধ বুনন।
শতাব্দীর পর শতাব্দী ধরে চলেছে গঞ্জনা
গহীন অরণ্য মরুভূমি হয়ে তাই
মরে কেঁদে অমাবস্যার কোলে ;
জঞ্জালের ভারে শুকিয়ে হয় কাঠ
কাক চক্ষুর সমুদ্র
- নিরন্তর।
অবশেষে
নক্ষত্রমন্ডলের আলোয় আলোকিত প্রকৃতির সংসার
অদম্য যোদ্ধা এক করে সাবাড়
সমস্ত দূষণ;
ঈশ্বরের শুভ দৃষ্টিতে পায় ফিরে
- নব জীবন।