ঝরঝর সারাদিন বৃষ্টি রিমঝিম
ঝরছে আজ, জলের ধারায়
বয়ে যায় হৃদয়ের সাধ!
আম-জাম শুধু নয় তোমার
সাধের নিম গাছটিও
কাকভেজা হয়ে জবুথুবু দাঁড়িয়ে রয়;
একাকী নিশ্চুপ, নিরুত্তাপ।
মনের কোণের যত মেঘ আমার
জমা ছিল এতদিন,
সব বৃষ্টির ধারায় পড়ছে ঝরে-
তোমার আঙিনায়!
মেঘের কষ্টই বৃষ্টি
জানো তো!
আর তোমার দেখা
সমস্ত বৃষ্টিই আমার ব্যথা-যন্ত্রণার গাঁথা,
আবেশে ভরিয়ে রাখে তোমায়!
তবুও অপেক্ষায় কেটে যায় প্রতিটি ক্ষণ ।
তোমার দরজার সামনে দিয়ে
বয়ে যাওয়া, আমার অশ্রুতে গড়া নীল
রঙের জলেই তো
পাঠিয়েছিলেম নিমন্ত্রণ!
তুমি এলে না তো
তুমি এলে না কেন?