চল, ফিরে যাই
সেই আদিমতায়
বৃক্ষছায়ায় ঢেকে থাকা মধুর ঝর্ণা তলায়।
বন জঙ্গলে ভরা চাঁদ জোনাকির মিলন মেলায় ,
বিরতিহীন পশু শিকার,
আর কাঁচা মাংশ ভক্ষণ;
তারপর কোনমতে গাছের তলে কিংবা
অন্ধকার গুহায় জীবন যাপন।
সর্দার নাই বা হলেম
হব দলেরই একজন।
তবুও তো হেসে খেলে যাবে কেটে
একটা জীবন।
তুমি যাবে তো!