অদৃষ্টপূর্ব নয় তোমার এই হন্তারক
হয়ে ওঠা ! হতচ্ছাড়া ইচ্ছেগুলো
যতই মেলেছে ডানা ;
ততই সংক্রমিত হয়েছে তোমার
মাঝে, হৃদ্য হয়েছে তুমি।
ছাগশিশুর নিকট যেমন
সবুজ চারণভূমি ।
ভঙ্গুর আশার দোলাচল
বারংবার দোলায়
তোমায় আর আমায় । পাথরের
কিছু না হলেও প্লাবিত হয় নদী!
বন্যা কিংবা জলোচ্ছ্বাস চলতেই
থাকে অবিশ্রান্তভাবে; সখের
কাছেই নয় শুধু নিঠুর
বাস্তবাতায় বারোমাস,
- নিরবধি!
অথৈ সাগরে হারিয়ে কূল,
ভেবেছিলাম স্বর্ণমন্দিরে দেব
নৈবেদ্য পূজোর। হায় পাষাণ,
শুধুই কান্নার জোয়ারে
করেছ আকুল; অনাদর - অবহেলায় শুকিয়ে কাঠ
- সমস্ত ফুল!