এই আকাশ আমার
যেখানে থাক যেভাবেই থাক
সাধ্য কি তোর
আকাশের সীমা ছাড়াবার ।
এই আকাশ আমার
ভুল করে পথ ভুলে
যাস যদি দূরে
তোর পথেই রব পড়ে
নিস চিনে আবার ।
এই আকাশ আমার ।
বাইশ কিংবা বিরানব্বই
দূরত্ব যতই হোক না কেন
পড়বেই মনে বারবার ।
এই আকাশ আমার ।
নক্ষত্রের স্বপ্নেরা কখনো
ঝাঁক বেঁধে
যদি দেয় দোলা
ডেকে নিস আবার ।
এই আকাশ আমার
ভোরের শিশিরে
ভেজা শিউলি তুলে
গেঁথে নিস মালাটা
পরাতে গলে আবার ।
এই আকাশ আমার ।
শেষমেশ সব ভুলে
হৃদয়ের আগল খুলে
মিলব দু’জনে আবার
এই আকাশ আমার ।
এই আকাশ আমাদের দুজনার।