রুপালি চাঁদের আকর্ষণে
জোয়ার-ভাটার নিরন্তরতায়,
ভেসে যায় ভূবন;
সমস্তই।
যতই দেখি তাই
বাঁধভাঙা হাসি তার
জমে অশ্রু নয়নপাতে
জ্বলে অগ্নি-
হৃদি পিঞ্জর মাঝে।

তোমার শুভ্রতায়
অবিরত মুদ্ধতায়
তৃষিত আকাশ করে আহ্বান
মেঘের সবটুকু জল!
ভাবনার কথা ভুলে,
ধরার যাতনা দূরে ঠেলে
সর্বনাশার শেষ সম্বল
চৈত্রের চৌচির ভূমি!

মুখপানে রই চেয়ে তবুও,
প্রলয় নৃত্যের ঝংকারে
প্রীত হও যদিও, তুমি মধুর
সম্ভারে। ভূলোকে অশান্তির লেলিহান শিখা করে ধ্বংস
অমৃত সাঁঝের মায়া যত।
যদিও নির্ঝর দৈবলোকের মঞ্জরির
আশায়
আজো জাগ্রত রয়!