শেষ বরষায় তোমার সাথে দেখা
পরিকল্পিত নয় যদিও, তবু
ঠিক সেই কদম গাছটির পাশেই
যেন অনায়াসে মনে করিয়ে দিতে চায়
সমস্ত রাত্রি দিনের আয়ু ক্ষয়
নক্ষত্রের আলোয় পায়ে পায়ে চলা প্রতিটি ক্ষণ।
আকাশের সীমায় বন্দী কাক
ভিজে ভিজে হয় একাকার
বিরহী বৃষ্টিতে , সঙ্গী তার কবেকার
কোথায় গেছে চলে আরেক কাকের
মিছে ভালোবাসার ছলে!
গাছের পাতায় পাতায় জমে থাকা বৃষ্টির জল
আমার অসহায় প্রার্থনার মতোই
পড়ে ঝরে কপালে তোমার ,
পায়ের কাছে জড়িয়ে থাকা কদম
যেন হাতজোড় করে জানায়
- নিষ্ফল আবেদন,
আবেগ দিয়ে সাজানো আমার নীল আকাশেই
- অনীহা তোমার,
স্বপ্ন দেখায় ক্রমাগত সীমাহীন সফলতার দ্বার।
এখনো বর্ষা আসে
চলেও যায় একসময়।
আকাশ জুড়ে কালো মেঘের দাপাদাপি
আর হাঁকডাক,
এদিক সেদিক মানুষের ছুটোছুটি
বৃষ্টির ধারা থেকে বাঁচতে
কতই না দৌড় ঝাঁপ ।
তবুও যায় ভিজে ঘর বাড়ি মন ।
অন্তঃপুর সবার। শুধু
বুকের গভীরে চেপে বসা পাষাণ
কিছুতেই সিক্ত হয়না আর ;
গ্রীষ্মের পরেই শরৎ
নেবে আসে তাই জীবনে বারবার ।