আসুক ফিরে বসন্ত দিন আবার!
শালবনের ভেতর দিয়ে পায়ে হাঁটা পথ
তোমার পদচারণায় হোক মুখরিত
চারিধারে পড়ে থাকা শুকনো পাতার
মর্মর ধ্বনি
দূর থেকে ভেসে আসা বাউলের মিঠে সংগীত
ভরিয়ে তুলুক বাতাসের স্বর।
আকাশ থেকে ক্রমেই পড়ুক ঝরে
রঙধনুর ছটা
প্রত্যেকের শরীর মন রাঙিয়ে দিয়ে
আনমনা করে দিক সমস্ত পৃথিবী,
জীর্ণ হয়ে যাওয়া টিনের চালে
কোকিল ডেকে যাক অনবরত
কাঠ ঠোকরা আবার বাঁধুক ঘর
গাছের ভেতর।
লাল নীল সবুজ অবিরল রঙের ধারায়
ধুয়ে মুছে যাক অন্তঃপুরের কালিমা যত
শুচি হোক এই ধরণী আবার
কৃষকের লাঙলের ফলায়
- কর্ষিত ভূমির মতো।
স্বর্গ থেকে নেমে আসা নক্ষত্রের রুপালি আলোয়
ক্রমেই আলোকিত হোক
- হৃদ সরোবর ।
আবার ফাগুয়ার আদিম সুরে উঠুক মেতে
আমার অন্তর ,
আমাদের অন্তর !