যত দূরেই থাকো‚
তুমি কিন্তু শুধুই আমার!
ভেবেছো দূরত্বটা একটু বাড়িয়ে নিলেই
ভুলে যাব আমি; কিংবা ভুলতে
পারবে তুমিও!
না! সেটা হবার নয় ।
আমাদের মধ্যকার দূরত্ব বিশ মাইল
থেকে একশত বিশ কিংবা আশি
হলেই কেল্লা ফতে-
হয়তো এমনই ভেবেছো তুমি!
এ কক্ষনো হবে না।
দূরত্ব যতই হোক‚
তুমি শুধুই আমার!
তোমার ছোট্ট দুটি পাখা মেলে উড়ে
বেড়াও সারা আকাশময়‚
সাদা মেঘের খেয়ায় নীল আকাশে-
তোমার অবাধ বিচরন;
আমার মনে রংধনুর রং ছড়ায়‚
রাঙিয়ে তোলে ভুবন!
যত দূরেই থাকো না কেন‚
তুমি শুধুই আমার!
যতক্ষণ চাও‚ উড়ে বেড়াও।
তবে ফিরে এসো নিশি পোহালে;
কারণ -আমার আকাশের বিস্তৃতি মহাশূন্যের
সীমানা ছাড়িয়েও অনেক দূরে‚
তোমার সাধ্য কি তার বাইরে যাওয়ার!
তাই যত দূরেই যাও‚
তুমি শুধুই আমার!