আমার ব্যথার অশ্রু তোমায়
রাঙাতে পারেনি কখনো;
সমুদ্র স্রোত হয়ে বরং
ভাসিয়ে নিয়েছে ,
ঘর – বাড়ি - উঠোন আমার।
নোনাজলে প্লাবিত রাজপথ
অন্দরমহল বাহির সব,
সাঁতরে মরছে পিঁপড়ে যত-
আমারই মতো।
অকূলে হারায় আশা,
দিশা বাঁচবার ।
তবুও পথ কোথা?
তোমার !
সাজিয়ে যতনে স্বপন
হৃদয়ে বারংবার,
শুধুই আহত পাখিসম
ভূপৃষ্ঠে আছড়ে পড়া;
যখন তখন।