তবুও আমি সত্যের দেখা পাই
পৃথিবী ভরা মিথ্যের বেসাতি যখন তোমাদের লজ্জিত করে
আমি শুধু ফুলের কুড়ি দেখি।
অমাবস্যার জঞ্জাল শংকিত করে তোলে সমুদ্র স্রোত
পূবালী বাতাস গতি হারিয়ে তাই
আঁধারের গুহায় নেয় আশ্রয়।
জোনাকির ভীরু আলো ইতিউতি ঘোরে
বৃষ্টি মুখর সন্ধ্যার আঁধার তাতে দূর হয় না
অন্যমনস্ক পথিকের শুধু একটু সাহস যোগায়।
নক্ষত্রের দল আসে নেবে পৃথিবীর বুকে
শরতের নীল আকাশে সাদা মেঘ ভাসে
শান্তির পায়রা নেয় শ্বাস মুক্ত বাতাসে ।