তোমাদের ইট সিমেন্টের শহরে
প্রতিদিন কত শিশির কণা অনাদরে
যায় শুকিয়ে, কত স্বপ্নসাধ
যায় ফুরিয়ে অসময়ে,
খবর রেখেছে কি কেউ?
কালো ধোঁয়ায় ভরে থাকা
পিচঢালা পথ, রংধনুর সাত রং
ছাপিয়ে চলা মেঘেদের
দৃপ্ত শপথ কুয়াশার চাদরে
ঢেকে দেয়
- আকাশের গান।
পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্নগুলো
ক্রমশঃ আঁধারের থাবায়
যায় হারিয়ে,
তোমাদের স্মিত হাসির আড়ালে
দেয় ডুব অসহায়
হংসশাবকের ন্যায়।
আকাশ হতে খসে পড়া নক্ষত্র শুধু
তোমাদের কথাই বলে যায়,
পুর্ণিমার চাঁদ কিংবা আঁধারে ঢাকা রাত
কেঁদেই কাটায় প্রতিটি ক্ষণ।
তোমাদের হাসি ধরে রাখতে
তক্ষকের কতো বিসর্জন!
ভুলে গিয়ে অনায়াসে বার বার
ফিরে আসে বিষণ্ণ মেঘ ঝরাতে
- বৃষ্টি আবার!