আত্মতৃপ্তির অমোঘ নেশায়
তোমার দৃঢ় সংকল্প;
নিশ্চয়তা খুঁজে ফেরে
কালো কালো হরফে ঠাসা
পুস্তকের ভাঁজে ভাঁজে‚
আর নিযুত আনন্দে বিভোর পরিবার
- মন্ত্র জপে!
দিবসের শেষ প্রহর পর্যন্ত কর্মব্যস্ততা‚
অতঃপর রঙ্গমঞ্চের যাবতীয় অভিনয়ের সমাপ্তি‚
নিশি ক্ষণে তোমায় নি:সঙ্গ
- করে দেয় ঠিকই!
রুপোলি চাঁদের আলো কিংবা আকাশ ভরা
নক্ষত্রের শোভাও পারেনা ফিরিয়ে দিতে‚
হৃদয়ে আজন্ম লালিত
-সোনালি স্বপন!
অবশেষে প্রতিদিনের দৃঢ় সংকল্প
প্রতিক্ষণের ব্যর্থতায় পরিণত হয়
- আমার কিংবা তোমার !