আমিই সেই জন!
দেখো তো চিনতে পারো কি না?
এই দেখ, আমার কষ্টেভরা হাসিমুখ।

চিনেছ? পড়েছে মনে?
সেই যে, দেখা পেলেই যার
ভুলে যেতে ব্যথা যত, নামত
পাষাণ ভার;
আমিই সেই চিরচেনা তোমার।

পেরেছ চিনতে?
যার এক টুকরো হাসিতে
উঠত হেসে ভূবন তোমার,
সুখের পায়রা উড়ত চারিধার। হত ছিন্ন , শেকল যত
প্রত্যেকবার।
আমিই সেই প্রিয় তোমার!

পারলে চিনতে আমায়?
কত লক্ষ কোটি নিশুতি রাত করেছ গত,
কান্নায় তোমার ভিজিয়েছ মন, আর
আমার নিঃশর্ত চাওয়ায় -
হয়েছ আকূল সারাক্ষণ।

আমিই সেইজন!
যে তোমার সাথে কথা বলতে গেলে,
আটকে যাই বারবার। ভালোবেসে তোমায়
নির্জনে করি কারাবাস
শতবার!
তবুও রেখেছি বুকে সূর্যের কিরণ,
নীলপদ্ম ফুলসম্ভার।

পারলে কি চিনতে, এবার!