আমার কান্না
তোমার সুর
সারা দিনমান
বাজে নূপুর;
তোমার জলনূপুর!
জাগিয়ে রাখে আমায়
সন্ধ্যা থেকে রাতি;
আঁধার রাতি।
বলো তো এবার!
কে জ্বালাবে আমার
আঁধার ঘরে বাতি।
চড়ুইভাতি!
হ্যাঁ। চড়ুইভাতি খেলার ছলে
ছিনিয়ে নিলে
স্বপন আমার;
স্বপ্ন তোমার।
হয়েছে পূর্ণ!
জীবনও ধন্য!
তোমার জন্য।
আমার শুধু ব্যথার পাহাড়
পরেছি গলে
বিষের হার!
এ নয় হার আমার ।
হেরেছ তুমি!
আমি বেঁচে সন্তর্পণে!
তোমার মনে।
মনের কোণে
পাতো কান ;
শুনতে পাবে
হৃদয়ের গান!