আকাশেরও কান্না থাকে
সেই কান্না ভরা বেদনায়,
বেদনার পাহাড় ক্রমেই চূড়া হয়ে ছুঁয়ে
দেয় আকাশেরই গা, বৃষ্টি হয়ে
ঝরে পড়ে আমার ওপর।
আমার ওপর শুধু নয় তোমারও ওপরে;
সেই তোমার ওপর,
যে মনে ভাবে এ আনন্দের বরষণ
- নয়তো কারো ক্রন্দন!
কান্না নয়, দেখ আমার মুখের হাসি;
তাই দিয়ে ঢেকে রাখি দুখের রাশি।
পাহাড়ের মতই!
তুমি ভাব ঝর্ণাধারা।
ঝর্ণা নয় এ আঁখিজল-
যায় বয়ে নিরন্তর;
তোমার দৃষ্টির বাইরে,
তোমার বোধেরও বাইরে!