আমাদের পৃথিবীটা ক্রমশঃ ছোট হয়ে আসছে।
মহাদেশ থেকে দেশ
দেশ থেকে বিভাগ জেলা উপজেলা
সবশেষে
ছোট্ট ঘরে সীমিত।
এই ছোট ঘর এখন আমাদের পৃথিবী ।

অবশ্য এই পৃথিবীটাকে আমরাই ছোট করেছি।
নিজের ঘরে সব সাজিয়ে নিয়ে
নিজেই বন্দী হয়ে আছি।
ছোট ছোট ঘরে মাথা নিচু করে থাকছি
খাওয়া দাওয়া করছি গল্প আলাপ করছি
শেষে ঘুমিয়ে পড়ছি।

সমস্ত ভুবনের মানুষ তার নিজ নিজ ঘরে স্বেচ্ছায়
বন্দী হয়ে আছে।
ছোট ছোট ঘর
ছোট ছোট মানুষ
আর ছোট ছোট মন ।

পৃথিবীটা খুব বেশি ছোট হয়ে আসছে
সাথে মানুষগুলোও।