আগে কবিতা ভাল লাগত
তাই আবৃত্তি করতাম
এখন কবিতা-ই আমাকে ভালবাসেনা;
তাই কাব্য বিসর্জন দিয়েছি।
আগে হাসতে খুব ভাল লাগত এবং হাসতাম
বন্ধুরা বলত, তোর হাসি খুব সু-ন্দ-র!
এখন হাসতে ভাল লাগে না, হাসি ও না;
বন্ধুরা বলে, তুই কি হাসতে ভুলে গেছিস?
সত্যি কি আমি হাসি বিসর্জন দিয়েছি?
আগে বিকেল বেলায় হাঁটতে আনন্দ পেতাম
রোজ সবুজ ঘাসের নির্মল ঘ্রাণ নিতাম
এখন হাঁটায় একটুও আনন্দ নেই;
আছে সীমাহীন আতঙ্ক
আর মৃত্যুভয়।
তাই বিকেলে বেড়ানো বিসর্জন দিয়েছি-
আমি ও আমরা।
এখানে-
কাব্য চর্চার তৃষ্ণার্ত চিত্ত মুমূর্ষু প্রায়
নির্মল হাসির অর্থ চরিত্রস্খলন এবং
সে হাসির অর্থ বোঝার বন্ধুও নেই।
সবুজ ঘাসের বড়-ই অভাব,
পরম সঙ্গী এখন নির্জন গৃহকোণ।।
সকল ভালোলাগা-সকল সুন্দর-সকল আনন্দ
গ্রাস করেছে কোন শকুন?