বিষণ্ণ সময়ের ঝড়ো বাতাসে
ভেসে যায় মনের যত অব্যক্ত কথন,
আবেগপীড়িত বিরহী বীণার সুর
ঝংকৃত করে হৃদয়ের রক্তক্ষরণ।

বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে
দুলতে দুলতে এগিয়ে চলা
সাধের তরীটি, একসময় পথ হারিয়ে
ডুবেই যায়-
মাঝ নদীতে!

আমার বেদনার ভাষা বোঝার অক্ষমতাই
করে তোলে দুর্বার, দুর্বিনীত তোমায়;
যন্ত্রণার রংগুলো নিতান্তই ঝাপসা
দেখায় তোমার নয়ন তারায়!

স্বপ্নস্নাত কথোপকথন তাই বাতাসেই
মিলিয়ে যায় হরহামেশা, নিদারুণ
বাস্তবতায় গোলাপের পাপড়িগুলো
পড়ে ঝরে, একটা একটা করে।

নিঃস্ব আর শ্রান্ত আজ আবেগ আপ্লুত
হৃদয় সময়ের দ্রুততম চিকিৎসায়
সমাজবদ্ধ দুটি মানুষ
আজ-
দারুণ দায়িত্ববান আর কর্তব্যপরায়ণ
প্রতিটি কাজে।

তবুও বর্ষাস্নাত কোন এক সন্ধ্যায়
মেঘের গর্জনের সাথে,
হৃদয়ের গভীরে অবিরত রক্তক্ষরণের
কুলু কুলু শব্দ –
শুনতে কি পাও!  
...