ফাগুন প্রাতের গান
পরান করে আনচান,
পলাশ ফোটা ভোর
আশায় আছি তোর।
উদাস বাঁশির সুর
কাঁদায় ভরদুপুর,
শিমুল রাঙা হাত
নিদ্রাহীন সারা রাত।
শত বছর হল গত
নই তবু আশাহত,
প্রতীক্ষায় তোর আজি
স্বর্গের কাছাকাছি।
নায়ের মাঝি নাই
আমি কেন বা-ই?
অশ্রু ভরা আঁখি
দিলি কি ফাঁকি!