পৃথিবীর সমস্ত সুখের রঙগুলো আজ তোমার ঘরে,
হরেক পরিমাণে সাজানো
থরে থরে। জীবনের
প্রতিটি বাঁক
- ভ’রে থাক
স্বপ্নের সেই রঙ এ।  

বেদনার সুর মাখা যত রঙ
থাকুক সারাক্ষণ
আমার ঘিরে,
ঠিক সেই আগের
মতন।
যন্ত্রণার সব তুলির আঁচড়
সাজিয়ে তুলুক
আমার ভুবন।

তাই বসন্তের সব সাজ
শুধুই তোমারি থাক।
তবুও বলো তো –
মনের রঙে রাঙাবে
কে তোমায়?
এই ফাগুয়ায়!