তোমার সাথে আমার এ এক অসম্ভব চুক্তি
- ভালোবাসার ।
আমার প্রতিটি বিনিদ্র রজনীতে
তুমিই হবে আমার সঙ্গের সঙ্গী,
আকাশ ভরা পূর্ণিমায় শোনাবে গান
মৃদু মন্দ বাতাস দুলিয়ে যাবে চুল,
উঠোন ভরা চাঁদের আলো তোমায়
নেবে ডেকে প্রাণের গভীরে মিঠে আলাপনে
তারাদের আগুন জ্বলা নিশুতি রাতের
- স্নিগ্ধ বুননে।
তোমার সাথে আমার এ এক অলিখিত চুক্তি
- হৃদস্পন্দনের ।
কাঠফাটা রোদে ক্রমশঃ জ্বলে পুড়ে
যৌবন হারানো শুকনো নদীতে আনব জোয়ার
নৌকা বাইতে বাইতে শম্ভু মাঝি গাইবে গান,
আর বুকভরা মাছ নেচে বেড়াবে সারাটা রাত
হৃদয়ের মাঝে জমানো আবেগ যত
তোমায় করবে আকুল নিয়ত
- ব্যথাতুর।
তোমার সাথে আমার এ এক অসমাপ্ত চুক্তি
- হৃদয়ে অবগাহনের।
সেই বুড়ো নিমগাছের মতো হয়তো আমিই
বেসে যাব ভালো
পথ ভুলে নক্ষত্রেরা আঁধারের জানালায়
রাখবে চোখ ক্রমেই বিষণ্ণতার পাহাড়ে
জমবে মাটি
আরও বৃদ্ধি পাবে শোক,
তবু ঝড়ের কাল এলে বুক পেতে বাঁচাব তোমায়
যন্ত্রণা গুলো না হয় আমারই হোক।