পাহাড় নদী জল ভ্রমর মন
কিছুই নেই আর আগের মতোন ।
এতদিন যে মেঠোপথ ছিল অযত্ন অবহেলার
আজ সেটিও পিচঢালা নরকের দ্বার ।
কত নদী গেছে শুকিয়ে কত নদীতে পড়েছে বাঁধ
ছোট্ট খুকির কখনো পূর্ণ যৌবন, মধ্যবয়সী বৃদ্ধা সাজ।
সোনা ফলানো কৃষকের প্রাণের জমিগুলোও সব
কালো ধোঁয়ার ইটভাটা, কল কারখানায় হয়েছে সয়লাব।
কেটে সাফ পাহাড় প্রকৃতি মন আর বন জঙ্গল
সেখানে উঁচু ভবন শত লিফট,আর তোমাদের রঙ্গমহল।
শুধু স্টেশনের নিশিকন্যার এখনো কাটে নির্ঘুম রাত
গ্রীষ্ম বর্ষা সব তার কাছে এখনো সমান ,আগের মতোন।
......