মাথা ভর্তি কালো চুল আর হালকা পাতলা গড়ন
প্রাণের ভয় ছিল না তার,
প্রবল সৎ সাহস ছিল যার
সে এক অদম্য কিশোর ।
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র অনুভূতি
শুধু বক্তৃতা নয়, নয় বৃথা আস্ফালন
দেশ প্রেমে লীন হওয়া বিশুদ্ধ আত্মা এক
ঐকান্তিক প্রবৃত্তি তার অন্যায়ের বিরুদ্ধে শমন ।
মুঠো খুদের বিনিময়ে বিক্রি হওয়া ছেলেটি
ফাঁসির রায় শুনে যে হেসেছিল,
হাসতে হাসতেই সে ফাঁসির মঞ্চে যায় এগিয়ে
সারা উপমহাদেশের স্বাধীনতার বীজ করে বপন
মৃত্যুকে করে আলিঙ্গন.
এমন করে আসবে কি আর কেউ
জমে থাকা জলে উঠবে নেচে সাগরের ঢেউ,
আবার লেখা হবে কোনো বিখ্যাত গান
“ একবার বিদায় দে মা ঘুরে আসি ...”
বাঁচাবে মায়ের সম্মান ।