যদি জিজ্ঞেস কর
“কী করতে পারবে আমার জন্যে?”
বলব না জীবনটা বিলিয়ে দিব
কিংবা মহাকাশ থেকে চন্দ্র এনে দেব
তোমার পায়ে।
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে
মণি মুক্তা এনে ভরিয়ে দিতে পারব না
আঁচল তোমার।
তাহলে কী করতে পারবে?
কাটবে ঘোড়ার ঘাস শুধু?
না। তাও না।
নক্ষত্রের রাতে চাঁদের আলোয় ভরিয়ে দেব
উঠোন তোমার;
বর্ষণ মুখর সন্ধ্যায় হাতে হাত রেখে
পারব হেঁটে যেতে
বহুদূর!
প্রাচুর্য না থাকলেও
অভাব হবেনা আরাধ্য বস্তুর।
তারপর ও যদি থাকে কিছু মাত্র অভাব
পুষিয়ে দেব তা ভালবাসায় আমার।
আরো কিছু জিজ্ঞাস্য আছে কি তোমার!!