গ্রীষ্ম ছাড়া বর্ষা আর
শীত ছাড়া বসন্ত যেমন অর্ধ মাত্র
তুমি হীন আমিও তেমনি অপূর্ণ।
পূর্ণিমা ছাড়া চাঁদ আর
অমাবস্যা হীন রাত যেমন বিবর্ণ
তুমি হীন আমিও তেমনি গৌণ।
কূল ছাড়া নদী আর
মাঝি ছাড়া নৌকা যেমন দিশাহীন
তুমি বিনে আমিও তেমনি দিশেহারা।
বৃষ্টি ছাড়া মেঘ আর
রাখাল হীন মেষ যেমন ছন্নছাড়া
তুমি ছাড়া আমিও তেমনি সব হারা।
নাটাই বিনে ঘুড়ি
সাগর বিনে নুড়ি যেমন ছিন্ন
তুমি হীনা ব্যর্থ এ জন্ম!
বিহীন যৌবন আর
স্বপ্নহীন মন যেমন চূর্ণ
হারিয়ে তোমায় আমিও তেমনি শূন্য!