সূর্য চন্দ্রের অসীম আলোক রাশি
আর
তার সাথে শ’য়ে শ’য়ে বৈদ্যুতিক বাল্বের
দাম্ভিক অবস্থান,
আলোর ছটায় ভেসে যায় সবই;
তবুও অমানিশার আঁধারে ডুবে যায়
ধরণী বারংবার!

কি এক অদ্ভূত হিংস্রতায় মেতে ওঠে মানুষ
আলো নেভানোর প্রতিযোগিতায়;
ভাঙ্গে মন্দির, মসজিদ, গীর্জা কিংবা প্যাগোডা
আরো সব প্রার্থনার স্থান যত,
অক্লেশে, নির্দ্বিধায়;
তুমি, আমি –
সবাই।

যেন অন্য শিহরণে কেঁপে কেঁপে উঠি
শতবার, নক্ষত্রের সব
পঙক্তিমালা যাই ভুলে,
করি চূর্ণ-
মানুষ হবার যত অহংকার!
...