আমার বাগানে ফোঁটা যত ফুল
প্রতিটি ই বিষাক্ত
যেন সাপের বিষে ভরা আধার
একেকটা; তাই
সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে যখনি নিই হাতে
বিষাক্ত হয়ে পড়ি-
সম্পূর্ণ আমি।
আমি আর আমার আমিত্ব
গরলের আঘাতে মূমুর্ষুপ্রায়,
ভেঙে ভেঙে ছড়িয়ে পড়ে
অবয়বে তোমার;
অনেকটা দেবীর চরণে অর্পণ করা
- অঞ্জলির পুষ্পসম।
তোমার বাগানের সুগন্ধী ফুলে ভরা
যতবারই তাকাই মুগ্ধ হতে হয়;
তবু যন্ত্রণা কাতর আমি নিজেই
তোমার বাগানে আবার কিভাবে ফুলের
সুবাস নিই!