যদি চাও এক সমুদ্র অমৃতরাশি
দিতে পারি তাও, কোটি বছরের সাধনায়
ঐ বিপুল জলধারাকে মুঠোবন্দি করব
এক লহমায়;
তারপর তোমার পায়ের তলায় করব হাজির
শুধুই তোমার কথায়!
যদি চাও গার্ড অফ অনার,
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে
মাঠ-ভর্তি দর্শকের সামনে-
দৌড়ুবো ২৪ ঘন্টা, থামবো না একটিবারও!
যদি চাও সাগরভরা পঙ্কে দিব ঝাঁপ,
সারা শরীরে মেখে দাঁড়িয়ে রব ঠায়-নিরুত্তাপ
আবার নিমিষেই আসব ফিরে তোমার এক ছোট্ট ঈশারায়-
হংসের দল যেমন দেয় ডুব সাঁতার
পুকুর-জলে
আর ডাঙায় উঠতেই স্বচ্ছ হিমালয়।
ও হ্যাঁ!
যদি চাও বেঁচে থাকাটাও করবো মধুর
শুধুই তোমার জন্যে!
যেমন করে জোনাকিরা তাদের
সর্বস্ব দিয়ে আলো বিলোয়-
পৃথিবীর আঁধার করতে দূর!
যদি চাও...