ঠিক কতটা যন্ত্রনার পর তোমায় পাব আমি?
আজও কেন দেখলে তোমায়, থমকে গিয়ে থামি?
বাস্তবতায় দেখার সুখ সে হারিয়ে গেছে কবে...
কল্পনাতেই বলতো কেন এত্ত দেখা হবে?
হৃদয় উজাড় করেই আমি তোমায় চেয়েছিলাম
হৃদয় ভাঙ্গার কষ্ট বিনে আর কি বলো পেলাম?
ভুলতে চাইনা বলেই কি এমন স্বপ্নলোকে এসে,
মনটা আমার আবার ভেঙ্গে পালাও অবশেষে?
ঠিক যতটা সুখের ছোঁয়া আমায় দিয়েছিলে,
হাজার গুণে যন্ত্রণা বেশ দিচ্ছ তিলে তিলে ।।
সুখের ঘোরে ডাকি আমি তোমায় পারিজাত,
ভুল করে একটিবারও ধরলে না এই হাত!  
পরিবারের আগে তুমি স্বয়ং প্রেমের বাধা,
বড্ড বেশি ভুল ছিল তোমায় আপন সাধা।
দোষের কথা না জেনেও ক্ষমা চেয়ে মরি,
স্বপ্নলোকেও পাইনা ক্ষমা, পাগল বেশে ঘুরি।।

স্বপ্নলোকে গভীর শোকে
(পারিজাত প্রলাপ)
২০ ফেব্রুয়ারি,২০২৫।