যার একটা কলে হৃদয় জ্বলে
অজান্তেই মন ওঠে দুলে,
তাঁকে এমন দূরে ঠেলে
ভালোই ছিলাম আমি,
কোমল হৃদয় স্বপ্ন বিভোর
করলেন অন্তর্যামী!

হঠাৎ আবার বাজলো ফোন,
চমকে উঠলো হৃদয় কোণ,
পরিচিত নাম্বারটা যে হয়েছে নামহীন,
ওপার থেকে চেনা কণ্ঠ,
কেমন কাটছে দিন?

কোমল হৃদয় দুমড়ে গেল,
লোক দেখানো কঠোর হলো,
বলেছি তো যোগাযোগ না করতে আর
ওপার থেকে আবার বলে,
অভিমানে এখনো রুদ্ধদ্বার?

জানিনে কি সেটা, অভিমান না অপমান,
শুধু জানি ইমোশনে হৃদয়ের বলিদান!
এসব কথা ভাবছি যখন, ওপার থেকে বলে,
অনেকদিন তো হলো, দেখা না করলে চলে?

দেখা করতে চাইনা আমি, দেখলে মুষড়ে যাব,
জানি, শত সাধনাতেও তোমায় নাহি পাব!
ভালবাসি নাকি ভাল লাগে, বন্ধুত্ব কতখানি!
দূরেই থাকো তুমি তোমায় দূর থেকে মানি।

চিনতে পারিনি বলে যে ভাবটা নিলাম,
তাঁর কথার মায়ায় পড়ে,
নাম্বারটা সেভের আদেশ আবার মেনে নিলাম।
দেখা করার প্রতিশ্রুতি ঠিকই দেয়া হলো,
এরই মাঝে এলার্ম বেজে ঘুমটা ভেঙে গেল!

ঘুম ভাঙলো, স্বপ্ন গেল, মিশ্র অনুভূতি,
সেই কবেই হয়েছিল স্মৃতির সব ইতি,
তবু কেন এখনো এই হৃদয়টা জ্বলে,
সবকিছু আগের মত হোক না একটা কলে!

স্বপ্নে ফোনে
(পারিজাত প্রলাপ)
৪ঠা অক্টোবর, ২২