মেয়েরা  কি বাজারের পণ্য?
রোজ এসে দেখে যাবে,
না করে মান্য!
দাম দর হাঁকার আগে,
খুটে বাছে দোষ সব,
উঁচু দাঁত, মোটা, খাটো
কত তাঁদের কলরব!
সঙ সেজে বসে পড়ো,
বড় ভাল পাত্র,
চোখ  যদি ট্যারা হয়,
ঢাকো সেই নেত্র।
মেয়ে মোটে রাজী নয়,
বসতে বারবার,
দেখতে আসলেই বিয়ে হয়?
কত শত ছল তার!
পাত্রের রুপ গুণ
জানা নিষ্প্রয়োজন,
রোজগার ভাল তো?
হলেই হবে আয়োজন।
রুপ যদি যায় ছুটে,
কত তার দুঃখ,
ফেয়ার এন্ড লাভলিতে,
পাবে তুমি সুখ তো?
পাকা দেখা হতে হতে
কত কত ফন্দি,
মেয়ে ভাবে, ছিল ভাল,
হলে প্রেমে বন্দি!


১লা অক্টোবর, ২০২০