জীবনের সাথে যুদ্ধ যেন ফুরোতেই চায়না,
আসলে কখনোই ফুরোয় না।
একেকজন একেক সমস্যা নিয়ে বাঁচে,
তবু বেঁচে থাকতে হয়।

জীবনের ছোটবড় ভুলে হঠাৎ স্তব্ধতা চলে আসে স্বাভাবিকতায়,
বন্ধুর পথটা তখন আরও বেশি কণ্টকাকীর্ণ হয়ে যায়।
মনে হয়, মনে হয় সবকিছু ছেড়ে ছুড়ে মিলিয়ে যাই, মিলিয়ে যাই কোন এক নির্জনতায়,
যেখানে পরিচিত কেউ থাকবেনা,
থাকবেনা হেরে যাওয়ার গ্লানি,
থাকবেনা ছোট বড় ভুল করে মুষড়ে পড়ার কারণ,
থাকবেনা কোন বাধা বিপত্তি, নিষেধ আর বারণ।
অথবা আকাশের তারা হয়ে যাই,
আলো দিতে না পারি, দূর থেকে সৌন্দর্য তো ছড়াতে পারব!
সেটাও পারবোনা ভেবেই বেঁচে থাকি।
এখন শুধু বাঁচার তাগিদেই বেঁচে থাকা,
মানুষের পিছুটান থাকে অনেক, পরিবার, সমাজ এমনকি দেশটাও,
মানুষ চাইলেই বদলাতে পারে না,
মানুষ চাইলেই সবকিছু পারে না,
পিছুটান বড় ভয়ানক জিনিস।
পিছুটানই মানুষকে বাচিয়ে রাখে,
যেমন আমি বেঁচে আছি।।

কামাল খুরশীদ  
৯ সেপ্টেম্বর, ২২