অভিমান,
অভিমান শুধুই একটা শব্দ নয়,
কখনো এ শব্দটাই ডেকে আনে ক্ষয়!
আমরা না চাইলেও একরাশ অভিমান চলে আসে,
এসে পড়ে কিছু দ্বন্দ্বে, কিছুটা খাপছাড়া ছন্দে,
আর তখন, দূরে দাঁড়িয়ে ইবলিশ যেন উচ্চস্বরে হাসে!
অভিমান কখনো কখনো রাগে পরিনত হয়,
দূরত্ব বাড়িয়ে ক্রোধ পায় জয় ।

আমার কেন এত পোড়ে?
সে যদি না ই খোঁজ করে!
আমিও দেখব, দেখব কতদিন এমন যায়,
আমার কি? সে আমার পড়ে? আমার খায়?

অভিমান, অভিমান অট্টহাস্যে লিপ্ত হয়,
অভিমানে দিন বাড়ে, রাত কাটে , সপ্তাহ-মাস পেরোয়।
অভিমান, অভিমান, অভিমান
অভিমান দূরে নিয়ে যায়।
তবু অভিমান শুধু ঐ মানুষটার সুখ চায়।।

১৩ জুন,২০২১