আচমকা ই মনটা থমকে গেল,
দেখে মনে হলো, এই বুঝি সে এলো!
যার মাথা ভর্তি চুল, ঘোর বরষার মেঘের মত কালো,
যার আঁখি দীপ্তি ছড়ায়, দৃপ্ত হাতে বিলায় আলো।
যার মুখ সদা হাসজ্জ্বোল, ঠোঁটের কোনে মিইয়ে যায়না হাসি,
মনে হলো,এই তো সেই অপরুপা, যাকে আমি চিরকাল ভালবাসি।
হৃদয়ে ঢেউ জাগিয়ে সেথা শুভ্র হংসের মত ভেসে গেল যেন,
অন্তর সুধায় তারে, এলেই যদি, তবে এতদিন পরে কেন?

যে কবিতা শুনতে জানে না
সে নাকি সূর্যকে হৃদপিণ্ডে ধরে রাখতে পারে না।

কিন্তু সে কবিতা শুনতে জানে,
শুধু শোনা নয়, সে তা ধারণ করে মনে।

আমি তাঁর চোখে দেখেছি ভালবাসার অক্ষরগুলো,
মনভোলা এ আমাকে করেছে সে আরও অগোছালো!

তাঁর হৃদয় সূর্যের আভায় পরিপুর্ণ,
তাঁর অন্তর দৃষ্টি করেছে আমায় বিচূর্ণ!
তার চাঞ্চল্য আমাকে দিয়েছে অসীম মুগ্ধতা,
পলকের মধ্যে ঘুচিয়ে দিয়েছে সকল শূন্যতা!
হ্যা, আমি তারই অপেক্ষায়, তার পানে চেয়ে আজ কিংকর্তব্যবিমুঢ়,
হৃদয় মাঝে ধ্বনিত হচ্ছে তাঁরই চেনা কন্ঠ, চেনা সুর...


১৮ এপ্রিল, ২০২০