স্বপ্ন আঁকা আটকে যায়, কিসের যেন জঞ্জালে,
জীবন-পাখি উড়ছে ঠিকই, বসছে গিয়ে ভুল ডালে !
ঠিক ডালটার সন্ধানে, মেলছে ডানা রোজ,
সঠিক পথে চলতে চেয়েও, পাচ্ছে কোথা খোঁজ !
চতুর্দিকে ডালপালা সব, বসবে গিয়ে কোনটাতে,
প্রশান্তি মিলবে কোথা, দিন ফুরালে রোজ রাতে?
কঠিন স্বপন বুনতে সহজ, কোন ডালটায় বসে?
ঊষার রবি কোথা হতে রোজ প্রথমে হাসে?
জীবন-পাখি আর কবে ঠিক, হবে একরোখা?
রঙ্গিন ঊষায় সত্যি হবে, স্বপ্ন যা সব দেখা??
০৯ সেপ্টেম্বর,২০২৩।