হুতোম প্যাঁচা ডাকছে শুনি,
কাঠবিড়ালি গিলছে ঢোক,
একলা আমি পথটা চলি,
হৃদয় তবু শীতল হোক।।
গ্রাম, নগর বন বাদাড়ে
ফিরছি খুঁজে স্বর্গলোক,
অভিমানী সুর বাজলো অনেক
আজকে না হয় গল্প হোক!
একলা হেঁটেও মনের মধ্যে
দ্বিতীয় সত্তার বসবাস,
একলা হাসি, একলা কাঁদি,
পাওয়া না পাওয়ার অভিলাষ।।
একাদ্বিতত্ব
২৯ আগস্ট, ২২