হালাক তোমার নোয়ায় বেশি, ফিতে, কাচের চুড়ি,
মেলার বাড়ির জিলেপি, আর পাক দেওয়া মুড়ি।
ধান বেচপার যায়া দেখং দাম নাই তার মোটে,
মেলা দরাদরির পরে কয়টা পইসে জোটে!
ইয়ের আগত চাষ করলং ফুলকপি আর মুলে,
হাটত বেচে কিনলোং হয় অল্প শিমুল তুলে।
গার্মেন্টসের তুলের শক্ত বালিশ আর কত দিবেন মাতাত,
আবাদ ব্যাচে জিনিস কিনিম, হিসেব মেলেনা খাতাত!
ফুলকপিরও দাম নাই, মুলে তো পানিত ফেলা,
হইলো না আর হাট করিয়ে, সিন্দুরমতির মেলা!
যেটায় আবাদ করং মুই দাম পড়ি যায় তার,
কিছু কিনবের গেইলেই দেখং, দামের শত বাহার!
ধানের আবাদ করবের যায়া খরচ হইল কত,
বেচন, সার, পানি দিতেই টেকা হইলো গত!
আশা আচিল ধান বেচেয়া, আনিম কাঁচের চুড়ি,
নুন তেল ডাইল ময় মসল্লায় টেকা গেল ফুরি!
হালাক তোমার এতজল্লা, তাহে মিটবের না পানু,
কনতো কিসত ব্যাডাছাওয়া হয়া এই দুনিয়েত আনু!
২৫ ফেব্রুয়ারী, ২০২৩।