নওমী তোমায় খু্ঁজছি ভীষন, চাইছি কথা বলতে,
তোমায় নিয়ে দুর্বাঘাসে পথ মাড়িয়ে চলতে।
সকাল বেলার শিশির ভেজা সেসব দূর্বাঘাসে,
ঘাসফড়িংয়ের আনাগোনায় থাকবে তুমি পাশে।
খুব সকালে দূর্বাঘাসে কত শিশির বাধে দানা,
সহজ নয়তো তোমার জন্য সেই মুক্তো তুলে আনা।
তুমি বলবে চাই তোমার সে শিশির কনার মুক্তো,
মালা গাঁথার বায়না করবে, বলবে কর যুক্ত।
সুতো বিনে সেই শিশির মুক্তোর মালা গেথে নিয়ে,
গলায় তোমার পরিয়ে দেব,স্বপ্নে চুপটি করে গিয়ে!
সন্ধ্যেবেলায় আবার বসবো সেই দূর্বাঘাসের পরে,
জোৎস্নারাতের আভা থাকবে, তোমার মুখটা জুড়ে।
তারা খসা মধ্যরাতে তুমি আমার সাথী হবে?
তোমার আমার কথার মাঝে শুধু দূর্বাঘাসই রবে।

১৯ মে,২০২০