কি হয়, মিছেমিছি পুষে রেখে রাগ?
কে নেয় যেচে এসে অভিমানের ভাগ?
শুধু শুধু পথটাতে বিছিয়ে কাঁটা,
দম ধরে থেমে থাকে স্বাভাবিক হাঁটা!
আচমকা মনে হয় আপোষ টা বাকি,
অকারণে কেনই বা ঝগড়া তে থাকি!
দুঃখ প্রকাশ মানে হেরে যাওয়া নাকি?
দুঃখ প্রকাশ মানে হেরে যাওয়া নাকি?
২৬ নভেম্বর,২৩