এই শ্রাবণেও বৃষ্টি এলো, পথটা হলো লাল;
হিমোগ্লোবিনের বন্যা আবার, সাক্ষী মহাকাল।।
বায়ান্নতে ফাগুন ছিল, চব্বিশে এই শ্রাবণ,
রাঙ্গিয়ে দিয়েই  বাংলার মুখ ছাড়লো প্রিয়জন।
কিসের নেশায় সাঈদেরা, পাতছে তাদের বুক?
রাজাকারি কারবারে ভাই, এত কিসের সুখ?

নীল পোষাকে ছুড়ছে বুলেট বজ্রপাতের মত
সোনার বাংলা জ্বলেপুড়ে নিত্যনতুন ক্ষত!
এক পলকেই বদলে গেল দেশের মতিগতি,
রক্তস্নানে তরুণ সমাজ, কি দুঃসহ স্মৃতি!
জেগেছে তরুণ দেশটা আজ পড়ছে রক্ত-ঋণে,
এ কেমন বৃষ্টিবিলাস  শ্রাবণ মেঘের দিনে?
  
চব্বিশের শ্রাবণে
জুলাই ২৯, ২০২৪।।