শীতের শেষে  যখন রুক্ষতা কমছিল,
তখন ধীর বায়ে ছুয়ে গিয়েছিল কিছু উষ্ণতা,
ফাগুনের শুরুতে হৃদয়ের গভীরে পরশ বুলিয়ে সেই উষ্ণতা যেন পরম সুখের আবির্ভাবেরই ইঙ্গিত দিচ্ছিলো।।
এরপর,
বৈশাখ আসার আগেই যেন হঠাৎ গ্রীষ্ম এলো!
আচমকা বইতে শুরু করলো দমকা হাওয়া,
পরম সুখকে চরম দুঃখে পৌঁছে দিতে সেই হাওয়া যেন উঠেপড়ে লাগলো!!

কালবৈশাখী ঝড় তছনছ করে দিলো সমস্ত সুখ,
সমস্ত চাওয়া পাওয়ার আস্বাদ!
তাই, বর্ষার আগেই বৃষ্টিপাত,
অবিরাম বারিধারায় যেন কিসের অভিশাপ!
বোধ হয় লুকোতে এসেছে কান্না,
বলতে চায়, ফাগুন আসুক জীবনে,
তবে পরম সুখের খোঁজ করো না।।

০৮ মে,২২