তুমি সত্যিই ভালবাসতে জানো?
নাকি সবসময় নিজেকে একটা মোহের মধ্যে টানো?
অথবা নিজেকে নয়, অন্য কাউকে, এই যেমন আমাকে টেনেছিলে..
তোমার ব্যস্ততার ভেতরে আর আমার জন্য সময় না মেলে!
কতদিন কিছু বলো না আমায়, লেখো না কোন ছন্দ,
সবসময়ই একপেশে জেদ, সর্বদাই দ্বিধা দ্বন্দ্ব।
আজ ভোরটা দেখেছো?
ভালবসলে ভোর দেখতে হয়।
জানোনা সকাল গুলো কতটা মায়াময়!!
ভালবাসলে দ্বিধা বাড়ে,
অলীক স্বপ্ন আপন করে,
ভালবাসায় সুখের চেয়ে অসুখ বেশি,
এই যেমন, মিছেমিছি জাগবে নিশি।।
আমি জানি, তুমি ভালবাসো আমায়,
ওসব মোহ টোহো কিচ্ছু নয়,
তুমি আসলে নিজেকেই বোঝো না,
নিজের সঙ্গে খেলছো, অযথাই যাচ্ছে সময়।।
ভালবাসা মন্দ ভাষা
(পারিজাত সংলাপ)
১৬ মার্চ, ২২